খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মাষ্টারপাড়া এলাকায় অবস্থিত যুব বন্ধু সংঘ ক্লাব কে (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার নিজ নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন রামগড় পৌরসভার ৪ কমিশনার,(১) আহসান উল্লাহ প্যানেলমেয়র১ও ৪নংওয়ার্ড কমিশনার,(২)মিস.কণিকা বড়ুয়া, প্যানেলমেয়র৩ ও সংরক্ষিত কমিশনার,(৩)মিস.আনোয়ারা সংরক্ষিত কমিশনার,(৪)মিস,আয়েশা বেগম,সংরক্ষিত কমিশনার।
ক্রীড়া ও সামাজিক যে কোন সংগঠনে এই ধরণের সহযোগিতা আগামীতেও থাকবে। এসময় আর্থিক অনুদান গ্রহণ করেন যুব বন্ধু সংঘ ক্লাব এর সভাপতি কৃষ্ণ কান্তি নাথ,সহ সভাপতি রোমান কান্তি নাথ,সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র নাথ,কোষাদক্ষ মোহাম্মদ আরিফ হোসেন,প্রচার সম্পাদক সজল কুমার দাস,সদস্য শ্যামল দাস,সহ ক্লাব এর সকল সদস্য বৃন্দ।