পাভেল ইসলাম রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দশম শ্রেণির এক ছাত্রের বিষপানে মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা ওই ছাত্রের বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় কিটনাশক পান করে নিহত স্কুলছাত্র মারুফ হোসেন (১৫)। পর দিন শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রুমে গিয়ে নিথর দেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
নিহত মারুফ কাটাখালীর শ্যামপুর থান্দারপাড়ার মৃত পলাশের ছেলে। তবে মারুফের মরদেহ বাখরাবাজ ইমামপাড়ার নানার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বাড়ি নির্মাণের কারণে মারুফ নানা বাড়িতেই থাকতো।আর যেই রুমে মারফের মরদেহ পরে ছিল সেখানে কিটনাশকের বোতল পাওয়া গেছে বলে স্বজনর ও স্থানীয়রা জানায়।
মারুফের প্রতিবেশ মামা পিয়াল বলেন, শান্ত মেজাজের ছেলে মারুফ। স্বজনরা বলছে ছাদে বিভিন্ন ফল-ফুলের গাছ রয়েছে। সেই গাছগুলোর পরিচর্যায় ব্যবহার করা কিটনাশকই সে পান করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে মারুফের। তবে অন্য কোন ধরনের আলাতম পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রোববার ময়নাতদন্ত হবে বলে এই কর্মকর্তা জানান।