পাভেল ইসলাম রাজশাহী প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাবেক রাজশাহী কলেজের জি এস,রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী- করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।
আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা নেন তিনি।
টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, টিকা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার বন্ধে তিনি নিজ আগ্রহেই টিকা নিলেন। টিকা নিয়ে অপপ্রচারে জনগণকে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের ভীতি দূর করতে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। বাংলাদেশে আমদানিকৃত কোভিসেল্ড ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের তুলোনায় কার্যকর নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। আমি টিকা গ্রহণ করার পর এখন পর্যন্ত সুস্থ আছি এবং সুস্থতা বোধ করছি। চল্লিশ বয়সোর্ধ্ব প্রত্যেকেই এ মহামারি কোভিড-১৯ এর প্রতিষেদক ভ্যাকসিন গ্রহন করার আহবান জানাচ্ছি।