পাভেল ইসলাম রাজশাহী প্রতিনিধি : আইএইচসিআরএফ রাজশাহী বিভাগের সহ সভাপতি ও সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সদস্য মোহাইমীন আল রাজী সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (১৯মার্চ) বেলা ৩.৩০ মিনিটে সময় মোহাইমীন আল রাজী ও তার শিশু বাচ্চা মোটরসাইকেল যোগে উপশহরের তানজিমুন হিফস মাদ্রাসায় রাখার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন একটি ব্যাটারি চালিত অটো রিক্সায় বাংলাদেশ ব্যাংক এর সামনে ধাক্কা লেগে তিনি ও তার শিশু পড়ে গিয়ে আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। মোহাইমীন আল রাজী বাসা বুলনপুর ঘোষপাড়ায়।
সেই সময় রাস্তায় তার ছেলে কাসসাফ কান্না করে জোড়ে জোড়ে চিৎকার করে বলেছিলেন আপনারা আমার বাবাকে বাঁচান।
এ সময় সেই পথ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মো: ডাবলু সরকার শিশুটির কান্না শুনে ছুটে জান তাৎক্ষণিক আহত রাজী ও তার শিশুকে ডাবলু সরকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং তিনি ডাক্তারদের উদ্দ্যেশে দ্রুত চিকিৎসার জন্য আহ্বান জানান।
পরে ডাবলু সরকার তার বাড়িতে ফোন দিয়ে বিষয়টি জানান। আহত রাজী রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি এখন সুস্থ আছেন বলে জানা গেছে ।