রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সরকারি মীর ইসমাইল ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব নুরে তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি) এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুস ছালাম,সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজেদুল ইসলাম মন্ডল (চাঁদ) আরো উপস্থিত ছিলেন, কমিশনার ভুমি আকলিমা বেগম, কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব উজ্জ্বল কুমার রায়,পিআইও জনাব সজিবুল করিম, সভায় আরও বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোহম্মদ আক্তারুজ্জামান , সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহম্মদ শফিকুল ইসলাম,,প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
