রেজাউল হক কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর রাজারহাট উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজারহাট থেকে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেত হয়। রাসূলের অবমাননা মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা। চলছে চলবে, মুসলিম লড়বে ফ্রান্সের পণ্য, বর্জন কর করতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। দুনিয়ার মুসলিম, এক হও ঐক্য গড়বো ইত্যাদি বলে মিছিলে তারা শ্লোগান দেয়।
