নওগাঁ প্রতনিধি : নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনীতে ধুম পড়ছেে লেপ-তোশক তৈরির। লেপ- তোশকের কারিগররা এখন ব্যস্ত সময় অতবিাহতি করছনে।কছিুদনি পরই জেগে বসবে শীত। এবার কার্তিতের শীতের আমজে আগেই টের পাওয়ায় জন সাধারণ ভিড় জমাতে শুরু করছেে লেপ-তোশকরে দোকানে। তুলা,লেপের কাপড় ফোম এবং মজুরি গত বছরে তুলনায় এবার বেশি বলে জানয়িছেে বিক্রেতারা। নৃত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় নওগাঁর আত্রাই বাজাররে দোকান গুলোতে লেপ-তোশকের ভীর লক্ষণীয়। এসব দোকানে দিন দিন বেড়েই চলছেে লেপ-তোশক ক্রেতাদের ভীড়। পাশাপাশি ব্যস্ততা বড়েছেে লেপ-তোশক তৈরির প্রতটি দোকানে এখন ১৫-২০টি লেপ-তোশক তৈরি হচ্ছে। এদকিে শীতবস্ত্র বিক্রির দোকানেও ভীর ও কেনাকাটা জমে উঠতে শুরু করছে। আত্রাই বাজাররে জনতাবেডিং ষ্টোররের স্বত্বাধকিারী মোহাম্মদ রফকিুল ইসলাম বলনে, আমি ২০-২৫বছর ধরে তোশক তৈরি ও বক্রিয় করে আসছি। লেপ- তোশক তৈরি করে আজ আমি স্ববলম্বী হয়েছি। লেপ তোশক তৈরি করে আমার ছেলে মেয়ের লেখা পড়া খরচ মিটিয়ে সংসারের হাল ধরে আছি এ ব্যবসা থেকেই। ইচ্ছা করলেরই এ ব্যবসাকে ছেড়ে দিতে পারিনা। প্রতদিনি ১৫ থকেে বিশটি লেপ তৈরি হয়ে থাক। ৪-৫ হাত মাপের তৈরি লেপ ৯০০ থেকে ১৬৫০ র্পযন্ত বিক্রি হয়ে থাকে। লেপ- তোশক তৈরির কারিগর মোহাম্মদ খোকন বলনে,আমি দীর্ঘ কয়েক বছর ধরে লেপ তোশকেরর কারিগর হসিবেে কাজ করছি। আমার দাদা,বাবার সূত্র ধরইে আমওি আজ ও দুই দশক ধরে এ পেশার সাথে জঢ়িত রয়েছি। আরেক মহিলা কারিগর তোমা খাতুন বলনে লেখা পড়ার পাশা পাশি আমরা বাড়িতেই পরবিারের সকলে মিলে রাত্রী বারটা র্পযন্ত শীত মৌসুমে কাজ করতে হয়। একটা সময়ে হাড় কাঁপুনি শীতেও লেপ- তোশকরের দোকানে ভীড় লক্ষণীয় ছিল। তবে শীতরে প্রকোট বাড়ার সাথে সাথেই লেপ-তোশক তৈরির ধুম পড়বে বলে জানান।
