টাইমস অব ইন্ডিয়াকে জুন মালিয়া বলেছেন, ‘বিয়ের খবরটা সত্যি।’ আর ইটিভিকে বলেছেন, ‘আমি বিয়ে করছি। বিয়ের তারিখ এই বছর ডিসেম্বরের ১ তারিখ। খুব জাঁকজমক করে নয়, বিয়ে হবে ছিমছামভাবে। শুধু রেজিস্ট্রি হবে। বাকিটা ব্যক্তিগতই থাক।’ তখন আরও জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করছেন ভারতের কলকাতার বড় পর্দা ও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তারকা জুন মালিয়া। আর এখন তিনি বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এবার জানা গেছে, তাঁদের বিয়ে হবে ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
বিয়ের তারিখ নিয়ে জটিলতা হওয়ায় এবার ভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন জুন মালিয়া। জানালেন, ৩০ নভেম্বর কলকাতার মোমিনপুরের ব্রিটিশ স্থাপত্যের আদলে তৈরি ওয়্যারহাউসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। খুবই ঘরোয়া আয়োজন। নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় আর বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে টলিউডের কয়েকজন তারকারও উপস্থিত থাকার সম্ভাবনা আছে। ১ ডিসেম্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তৈরি অতিথিদের তালিকাও একেবারেই ছোট।