শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিদি: কুষ্টিয়ার মিরপুরে সরকারী নিদের্শনা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৪ জেলেকে জরিমানা করেছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নওদাখাদিমপুর গ্রামের শের আলী (৫০), সিরাজুল প্রামানিক (৫৫), মোর্শেদ আলী (২৪) ও হেলাল মালিথাকে (৫৮) দুই হাজার মিটার কারেন্ট জালসহ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিংকন বিশ্বাস মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(খ) ধারায় প্রত্যেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।