রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের, ঐতিহ্যবাহী পাকারমাথার পাশে জমির মাঠে ৪ টিমের প্রবীণদের ফুটবল খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ ডিসেম্বর ২০২০ ইং বিকেল সাড়ে তিনটার দিকে বড়ঘাট পাকারমাথা ইয়ংস্টার ক্লাবের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী পাকারমাথায় জমির মাঠে প্রবীণদের উক্ত খেলার শুভ উদ্বোধন করা হয়। এসময় নাজিমখান ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ছামছুদ্দোহা মিল্টন,ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।রাশেদুল হকের উপস্থাপনা করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামরুল ইসলাম কনক, ডাচ্বাংলা ব্যাংক, নাজিম খাঁন শাখা, মাহাবুর রহমান মিন্টু, ফারুক ফুলখা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রাথী, জিয়াউর রহমান, আব্দুর রশিদ, ডাচ্বাংলা ব্যাংক, নাজিম খাঁন, মধু মিয়া, জাহেদুল ইসলাম ব্যবসায়ী প্রচার জিয়াউর রহমান প্রমূখ। উদ্বোধনী ম্যাচে মোজাহিদপাড়া একাদশ ও কালিরপাট একাদশ অংশগ্রহণ করেন।
