রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর টু রাজারহাট সড়কের কাজীপাড়া এলাকায় বাসের ধাক্কায়, রাজিয়া সুলতানা “রিনতি”(৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার দলদলিয়া ইউনিয়নের অটো চালক রনজু মিয়ার কন্যা। জানা গেছে, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২০ ইং সকাল ১০ঃ৩০ মিনিটে শিশু রাজিয়া সুলতানা রিনতি(৭), বাড়ীর সামনে রাস্তায় উঠে তার পরিচিত একজনের পুকুর পাড়ে খেলতে যাওয়ার সময় রাস্তা পার হতে এসময় উলিপুর থেকে রংপুরগামী এমএন ক্লাসিক যার নম্বর (নোয়াখালি -জ ১১০০৪২) নামের মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মিনিবাস টি এবং চারক খলিল সহ আটক করা হয়েছে।
