শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর, শ্রীপুর উপজেলার, মাওনা চৌরাস্তায়,
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে,
এক বিশাল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে গাজীপুর জেলা ছাত্রলীগ। এতে জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ আলাদা আলাদা ভেনারে আনন্দ মিছিল, ও শোভাযাত্রার বের করে।
এসময় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ,
বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এবং গৌরব গাঁথা ইতিহাস তুলে ধরেন।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষিকী সকাল ১০টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়। সর্বকালের স্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্বা জানান নেতৃবৃন্দ। এসময় কেক কেটে প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করেন নেতারা।
আনন্দ মিছিল ও শুভাযাত্রায় অংশ নেন,
গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য, নাসির মড়ল,
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ফাহিম খন্দকার।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয় শেখ,
ইমরান খান জিকু সহ,
ভিবিন্ন ছাত্র নেতৃবৃন্দ।