সোহেল রানা জেলা সংবাদদাতা : আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৩ টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে সবুজ রঙের টিনের ছাউনি। শেখ মুজিব শতবর্ষ ও শিশু দিবস উপলক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৩ জন গৃহহীনদের গৃহ নির্মাণ স্বপ্নের বাড়ি উপহার হিসেবে জেলা পরিষদ সদস্যদের মাধ্যমে ঘরের চাবি প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ মইনুদ্দিন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ জেলা পরিষদের সকল সদস্যরা। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হাকিম জেলা পরিষদের সদস্য, অন্ধকল্যান সমিতির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি জেল কৃষক লীগ, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ একটি করে বারান্দা রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা হয়েছে। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার।
