সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আজ শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে ” পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা পলাশ সহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা বৃন্দ। টুর্নামেন্টে মোট তিটি ক্যাটাগরিতে ২০ টি দল অংশগ্রহণ করে। ১ম ক্যাটাগরিতে পরিদর্শক হতে পুলিশ সুপার পর্যায়ের ৬ টি, কনস্টেবল হতে এসআই পর্যায়ের ১২ টি ও নারী পুলিশ ২টি দল। উদ্বোধনী দিনে ১ম ক্যাটাগরির ৬টি অংশ নেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান ও ডিবি ওসি বাবুল উদ্দিন জুটি ২১ -১৪ পয়েন্টে ভোলাহাট ওসি মাহবুবুর রহমান ও নাচোল ওসি তদন্ত আব্দুল ওয়াহাব জুটিকে হারায়।
