সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭০ দশকের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় তাসু সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)।বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। সাবেক ফুটবল খেলোয়াড় তসলিম উদ্দীন তাসু (৭৩) সদর উপজেলার মহারাজপুর এলাকার রামভদ্রপুর চকটোলা গ্রামের মৃত এজাজুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাইকেলযোগে তিনি গোদাগাড়ী যাবার পথে বালিয়াঘাট্টা হাতাপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক ভাবে আহত হন ও প্রচুর রক্তক্ষরন হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার বাদ আসর জানাযা শেষে তাঁকে মহারাজপুর ফিল্ডের হাট গোরস্থানে দাফন করা হয়েছে।
