সোহেল রানা জেলা প্রতিনিধি : আজ ৪ঠা জানুয়ারী সোমবার বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগের উদ্দ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে শেষ হয়। এবং জেলা ছাত্র লীগ সভাপতি(ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডক্টর সাঈফ জামান আনন্দর নেতৃত্বে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে আলোচনা সভা ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা ছাত্র লীগের সাবেক ছাত্র লীগ নেতাদের ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। জেলা ছাত্র লীগ সভাপতি নাহিদ শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দর সঞ্চালনায় বক্তব্য রাখেন১৯৭৩ সাল থেকে যারা জেলা ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুল ইসলাম, সাইদুর রহমান বেনু,আব্দুল হাই,এ্যাড মিজানুর রহমান, শহিদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপু, আল মামুন,জিয়াউর রহমান তোতা,গোলাপ হোসেন, জিয়াউর রহমান আরমান, ফাইজার রহমান কনক, সাকিউল ইসলাম সাকিল, আরিফুর রেজা ইমন, ডক্টর সাঈফ জামান আনন্দ ও নাহিদ শিকদার প্রমূখ।
