গত শুক্রবার বিকেল সাড়ে ৮ টার দিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড শ্রীমন্তপুর গ্রামে অবস্থিত তালিমুল কুরআন মাদরাসা। মাদরাসার ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের ছাত্রের সাথে ওই মাদরাসার শিক্ষক কাওসার আলী (২১) বলাৎকার করে। যৌন নিপীড়নের বিষয়টি শিশুটি বাড়ীতে গিয়ে তার বাবা মাকে বলে দিলে তারা মাদরাসার মুহতামিম আতিক বিন আব্দুর রাজ্জাককে জানান, তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বলাৎকারের ঘটনা জানাজানি হলে ছাত্র- অভিভাবক ও এলাকাবাসীরা মাদরাসাটিকে ঘেরাও করে রাখে এবং এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে উপর্যুপুরি মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ঘটনাস্থল থেকে শিক্ষক কাওসার আলীকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরণ করে। কাওসার নওগাঁ জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নূরুল হকের ছেলে। ওই শিক্ষক এর আগেও একাধিকবার বিভিন্ন ছাত্রের সাথে বলৎকার করেছে বলে স্বীকার করেছে।
তার এহেন কর্মকান্ডের কারণে মুখ থুবড়ে পড়ে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম।
