হে নব বর্ষ!
নব বর্ষ ! তুমি এলে?
শত অর্জন শত গর্জন
পেছনে ফেলে।
করোণার অপবাদ ,বিধ্বংসী ২৯ এপ্রিল কে
মাথায় নিয়ে?
লক ডাউনের তান্ডবে যখন
ক্ষুধায় কাতর রিকশা চালক।
শ্রমজীবী মানুষ আর বস্তিতে থাকা
ঐ ক্ষুধার্ত বালক।
খাদ্যের অপেক্ষায় গুনছে
জ্বালাময়ী প্রহর!
এমনি সময় তুমি এলে?
যে সময়জন প্রতিনিধি চালচোর
কেড়ে খাচ্ছে অনাহারীর গ্রাস?
বাহিরে করোনা? মুখ ঢাকি
পুলিশের ভয়ে ত্রাস?
তারই মাঝে আমি তোমাকে
কী দিয়ে স্বাগত জানাই?
ভেবেছি- লজ্জায় যে মুখ ঢেকেছি
নারী-পুরুষ একসাথে সবাই।
ঢাক- ঢোল, তবলার কথা যারা বলতো
তারা ও স্বার্থপরের মতই
লুকিয়েছে তোমাকে ছেড়ে।
তাই আজ লজ্জায় মুখ ঢেকেবলি-
তুমি নিরবেই চলে যেও।তোমার ব্যর্থ
করোণাররকেট নিয়ে অন্য কোন গ্রহে।
কবি – এম,এম, আলী আকবার।
সহকারী সুপারিন্টেন্ডেন্ট –
বড়নাল দাখিল মাদ্রাসা।