Related Articles
কাজী সানি আখাউড়া প্রতিনিধি : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ভয়াবহ রুপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে আছে মানুষ। প্রশাসনের তরফ থেকে করোনা মোকাবিলায় সচেতনতামুলক প্রচার-প্রচারণা করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিয়ে সহযোগীতা করা হচ্ছে কর্মহীন হয়ে পড়া মানুষদের।
এরই অংশ হিসেবে ‘এখনই সময় মানুষ মানুষের পাশে দাঁড়ানো’ স্লোগানকে সামনে রেখে আখাউড়া উপজেলার ধরখার “ইউনিয়নে হিউম্যান সার্ভিস সোসাইটি অব বাংলাদেশ” (HSSB) এর অর্থায়নে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতি প্যাকেজ এ ছিলো-১ কেজি বুট, ১কেজি খেজুর, ১ কেজি পিয়াজ, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি মুড়ি। বুধবার ধরখার ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে পবিত্র মাহে রমজান কে উদ্দেশ্য করে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণে এগিয়ে আসেন “হিউম্যান সার্ভিস সোসাইটি অব বাংলাদেশ” সংগঠন এর কর্মীবৃন্দ। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে বিশেষ ভাবে সহযোগীতা করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম ভূইয়া ও তার পরিবার। ত্রাণ বিতরণ কালে তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে অনকে পরিবারের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও গ্রামের অনেক পরিবার ঠিক মতো খাবার পাচ্ছে না। তাদের কথা মাথায় রেখে প্রিয় সংগঠন “হিউম্যান সার্ভিস সোসাইটি অব বাংলাদেশ” এর এই মহত্ত্বী উদ্যোগ। আর্থিক ভাবে সহযোগীতা করার জন্য আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমার পরিবার এবং আরো ধন্যবাদ জানাই সংগঠন সংশ্লিষ্ট সকল সেচ্ছাসেবীদের। তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আশার অনুরোধ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে বের না হয়ে ঘরে থাকতে ও সরকারি নির্দেশনা মেনে চলতেে অনুরোধ জানান।
Post Views:
495