রোমান আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এস এস রোড এবং বড় বাজার এলাকায় বেশ কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময়ে উপস্থিত সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ মোঃ মাহমুদুল হাসান রনি এর তত্তাবধানে মেয়াদ উর্ত্তীণ দ্রব্য সামগ্রী, মূল্য তালিকা নেই এবং দ্রব্য সামগ্রীর অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে এক্সজিকিউটিভ ম্যাজিষ্টেট সরকার অসীম কুমার এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন ১। মোঃ হাসন আল মামুন (৩০), পিতা- মোঃ রহম আলী ২০,০০০/- ২। মোঃ মোঃ নূর ইসলাম (৬০), পিতা- মৃত আজিজুল শেখ ১,০০০/- ৩। পরিতোষ শাহা (৬০), পিতা-মৃত বাশিমহল শাহা ৫০,০০০/- ৪। বাদল কুমার ঘোষ (৫৫), পিতা-পরিতোষ ঘোষ ২০,০০০/- ৫। সমসের দাশ (৪৫), পিতা-কানাই লাল দাস ৫০,০০০/- ৬। মোঃ আব্দুল মতিন (২৩), পিতা-মোঃ আব্দুল সোহরাব ১০,০০০/-, ৭। শ্রী নীল কোমল (৪০), পিতা-মৃত ননী গোপাল ১,০০০/- ৮। শ্রী কানাই (৪৫), পিতা-রাধেসাম ৫০০/-, ৯। মোঃ চাঁন মিয়া সরকার (৫০), পিতা-মৃত আলী বক্স মৃধা ১,০০০/-, ১০। বিশ^ নাথ চন্দ্র (৪৫), পিতা-গোপাল চন্দ্র ২,০০০/- ১১। হাজী মোঃ আবু সামা (৪৫), পিতা-কয়েদ আলী ১০,০০০/- ১২। শ্রী সাধন ঘোষ (৬০), পিতা-নীলমনি ঘোষ ১,০০০/-
উল্লেখিত ব্যক্তিদের ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৪০/৫১ এবং ৫৩ ধারায় সর্বমোট ১,৬৬,৫০০/- জরিমানা করা হয়।