রোমান আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। দেড় ঘন্টা পর
শ্রমিক নেতারা এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়,প্রায় দেড় মাস যাবত বাস চলাচল বন্ধ থাকায় সিরাজগঞ্জের
অধিকাংশ বাস শ্রমিক অর্ধাহারে দিন কাটাচ্ছে বিষয়টি নিয়ে সাধারণ শ্রমিকরা বার বার নেতাদের কাছে গেলেও তাদের পক্ষ থেকে কোন সহায়তা না পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালের সামনে সাধারন শ্রমিকরা খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কের দুই পাশে শতাধিক ট্রাক,কাভার্ড ভ্যান সহ যানবাহন আটকা পড়ে।
পুলিশ এসে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে।
পরে সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ
সম্পাদক আনছার আলী এসে শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেয়।