রোমান আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিরাজগঞ্জ সদর থানাধীন চরকল্যাণী গ্রামের মোঃ হায়দার আলী এর মেয়ে মোছাঃ হাছিনা (রাখী) (১৫) এর সাথে পার পাইকোরশা গ্রামের আব্দুল মতিন সরকার, থানা কামার খন্দ এর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৩) এর সাথে বাল্য বিবাহের আয়োজন করা হয়। এরই প্রেক্ষিতে কণের বাড়ীতে ০১ টি অভিযান পরিচালনা করে বর ও কণের পক্ষের অভিবাবকদেরকে আটক করায় হয়। পরবর্তীতে বাল্য বিবাহের আয়োজনের দায়ে এক্সজিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আনিসুর রহমান এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কণের অভিবাবক মোঃ হায়দার আলীকে ৫০০০/-অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ ধরণের বাল্য বিবাহ বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।