রোমান আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সোমবার (১৩ এপ্রিল ) সকাল ০৯:৩০ ঘটিকায় র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিসি অফিস, সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সালসহ কামারখন্দ থানাধীন হাটিকুমরুল হতে ঢাকাগামী মহা-সড়কের উপর ৩ নং ব্রীজ এর কাসেম মোড় মহাসড়কের উপর যৌথভাবে ০১ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ১২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন সরকার মিয়া (৩৫), পিতা- মোঃ অহিদুল ইসলাম, গ্রাম-খামারপাড়া,থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে মাদক কাজে ব্যবহৃত ০১টি মোবইল, ০১টি সীম উদ্ধার করা হয় এছাড়াও এফ জেড ১৫০ সিসি ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামারখন্দ থানায় মামালা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে উক্ত থানায় সোর্পদ করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।