কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের, রাজারহাট উপজেলার,করোনা মোকাবেলায় রাজারহাট উপজেলার, ইউনিয়নের, বাজার গুলোতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাজিক দুরত্ব বজায় রেখে জন শৃংখলা নিশ্চিত করতে বদ্ধপরিকর,
উপজেলা প্রসাশক জনাব মোঃ যোবায়ের হোসেন।
শতভাগ সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে বাজার গুলোতে টহল জোরদার করা হয়েছে। জনগনকে সচেতন করতে ও ভীড় জমায়েত ছত্রভঙ্গ করতে, এ অভিযান চালানো হয়।
করোনা ভাইরাস ও জনসমাগম প্রতিরোধ অভিযানে উপজেলার, ঘড়িয়ালডাংগা বাজার, কাশেম বাজার, বুড়ির হাট, সরিষাবাড়ী হাট, বিজলী বাজার, পাকারমাথা বাজার, রতিগ্রাম বাজার, ডাংরার হাট, বাছড়া বাজার, নাজিমখাঁন বাজার, গলাকাটা বাজার, ফরকেরহাট বাজার, রাজমাল্লীরহাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলা প্রসাশন রাজারহাটের পক্ষ থেকে, সকল নাগরিককে সামাজিক দুর্তবজায়
রেখে, নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।