কক্সবাজার প্রতিনিধি:ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালের করোনা ফাইটার ডাক্তার ও নার্স ভাই বোনদেরকে এবং প্রতিবন্ধী ভাই বোন ও কিছু অসহায় মানুষের কাছে নিজে রান্না করে ৩য় রোজার ইফতারি দিলেন,প্রকৌশলী ইসমত আরা ইসমু
করোনা ভাইরাসের সংক্রামন রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচলকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। ফলে খাদ্যের সংকটও দেখা দিয়েছে তাদের। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা করা হচ্ছে।
আর মানবিক এই কাজে থেমে নেই কক্সবাজারের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী প্রকৌশলী ইসমত আরা ইসমু। তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেমন সচেতন করার কাজটি করছেন, তেমনি দুস্থ ও অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।