বাগেরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসেবা বজায় রেখে ব্যাক্তি উদ্যোগে সমাজের হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও সার্বক্ষনিক এলাকায় ঘুরে ঘুরে সবারই খোঁজখবর নিচ্ছেন সমাজসেবক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস। মঙ্গলবার সকাল ৯ টায় ইউনিয়নের দোয়ানেকুল বেলাই এলাকায় প্রায় অর্ধ শতাধিক অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারদের মাঝে তিনি এই খাদ্য সামগ্রী বিতরনণ করেন। এসময় উপস্থিত ছিলেন, নির্মল ঘরামি, আশিষ মন্ডল, শাহীদ শেখ, সন্তোষ মল্লিক প্রমূখ। ব্যক্তিগত খাদ্য সামগ্রী বিতরণকালে দিব্যেন্দু বোস বলেন, সরকারি নির্দেশনা মেনে চললে মহামারি এই করোনা মোকাবেলা সম্ভব হবে। প্রতিদিনই আমাদের উদাসিনতায় করোনা প্রকোট ধারন করছে। করোনা ছোট কোন রোগ নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাধি। মনে রাখতে হবে বাঁচতে হলে অবশ্যই সরকারি নিয়ম মেনে চলাসহ যতটা সম্ভব বাড়িতে অবস্থান করত হবে। আমি সাংবাদিকদের মাধ্যমে আহ্বান করবো সমাজে যারা বিত্তবান শ্রেণীর মানুষ আছেন তারা দেশ ও মানবজীবনের এই ক্লান্তিলগ্নে অসহায়ত্বদের পাশে দাঁড়ান।
