খাগড়াছড়ি প্রতিনিধিঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে রামগড় উপজেলার শতাধিক নেতাকর্মীর মাঝে রামগড় উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক কাজি আলমগীরের সার্বিক সহযোগীতায়,রামগড় উপজেলা ছাত্রলীগের সদস্যসচিব আনোয়ার জাহিদ ছোটনের উদ্যেগে ঈদ উপহার বিতরণ করা হয়।
এছাড়া ও বৃহস্পতিবার (১৪মে) রামগড় উপজেলার রামগড় কলেজ,পৌর,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর মাঝে প্রতি জনকে (চাউল ৫কেজি, তেল আধা লিটার,ডাল আধা কেজি,পেঁয়াজ ১কেজি,আলু১কেজি,চিনি১কেজি ,লবণ১কেজি,চনাবুট১কেজি,লাচ্ছাসেমাই১প্যাকেট) প্রদান করেন। এ সময় আনোয়ার জাহিদ ছোটন বলেন, রামগড় উপজেলা ছাত্রলীগের সকল কর্মীদের জন্য আমার দরজা সবসময় খোলা, পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীসহ দেশের সকল মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাউছার হাবীব শোভন,পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।