খাগড়াছড়ি প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ মোকাবেলায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল), বিকাল ৩টায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় যুব বন্ধু সংঘ ক্লাবের উদ্যোগে অসহায় ও দরিদ্র লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রামগড় উপজেলার মাষ্টারপাড়া, কেন্দ্রিয় কবরস্থান এর পাশে অবস্থিত যুব বন্ধু সংঘ ক্লাব প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরনে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জনাব,মোঃআবুলবাশার। 

বিতরন শেষে,যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আবুল বাশার পাটোয়ারী বলেন, দুর্গম পাহাড়ি এলাকার অসহায় জনগোষ্ঠীরা কর্মহীন হয়ে দুঃখ-কষ্টে যেন না থাকে সেই জন্য যুব বন্ধু সংঘ ক্লাবের এই আয়োজন।
সরকারের সহযোগীতায় বিভিন্ন জায়গায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এতে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি জনাব কৃষ্ণ কান্ত নাগ, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন ও ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।