খাগড়াছড়ি প্রতিনিধিঃ করোনার প্রভাবে রামগড় উপজেলায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সদস্য ও পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন ইউএনও আ,ন,ম বদরোদ্দোজা। বৃহস্প্রতিবার (৯এপ্রিল) দুপুর ১১টায় রামগড় উপজেলা প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় ধাপে রামগড় উপজেলা বাস-মিনিবাস শ্রমিকদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় ৩০০ পরিবারের হাতে ১০ কেজি করে চাউল ত্রাণ হিসেবে তুলে দেয়া হয়।
রামগড় উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃজানুমিয়া ও সা.সম্পাদক মোঃজাহাঙ্গীর হোসেন,সহসম্পাদক মোঃইব্রাহিম, এ প্রতিনিধিকে বলেন- খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় রামগড় উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের সদস্য ও পরিবারের হাতে ত্রাণ তুলে দেয়ায় রামগড়ের ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসককে সদস্য ও পরিবারের পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরোদ্দোজা বলেন- বর্তমানে সারাদেশের ন্যায় রামগড়ে করোনার প্রভাবে খেটে খাওয়া কর্মজীবি মানুষরা অসহায় হয়ে পরছে। তাদের কথা বিবেচনা করে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জীব চালক ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাত্র। এ ধরনের কার্যক্রম মন্ত্রনালয়ের র্নিদেশক্রমে অত্র উপজেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান ইউএনও আ,ন,ম বদরোদ্দোজা। এসময় আরো উপস্থিত ছিলেন,রামগড় থানার ভাঃকর্মকর্তা মোঃসামসুজ্জামান, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দীন, সহ অন্যান্য সাংবাদিক ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য-সদস্যাসহ পরিবারের সদস্যবৃন্দ।