খাগড়ছড়ি প্রতিনিধিঃ রামগড় পৌরসভার গর্জনতলী ওয়ার্ড কমিশনার বিঞ্চু দত্ত এর নিজস্ব অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ৩’শ পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও রমজান ও ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেন।
বৃহস্প্রতিবার ( ২১মে ) গর্জনতলী ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে রমজানের ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে ৩’শ পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হবে।এ সময় কমিশনার বিঞ্চু দত্ত বলেন, আজ থেকে রমজানের ঈদ উপলক্ষে ৩’শ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান শুরু হলো। এখানে ৩’শ পরিবারের মধ্যে ১টি লুঙ্গি,১টি শাড়ি,বাংলা সেমাই ১ প্যাকেট ,লাচ্ছা সেমাই ১প্যাকেট, চিনি আধাকেজি,দুধ মিনিপ্যাকেট ১টি, করে দেওয়া হচ্ছে।এ সময় আরও উপস্থিত ছিলেন,স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মি ও গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।