খাগড়াছড়ি প্রতিনিধি:করনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ত্রাণ সামগ্রী খাগড়াছড়ি জেলা ব্রাঞ্চ এর সহযোগীতায়,রামগড় যুবরেডক্রিসেন্ট বরাদ্ধকৃত কর্মহীন ঘরবন্ধী ৫০পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
রবিবার (৩০এপ্রিল) রাত ৯ টায় রামগড়ে ৫০ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ইউনিট এর যুবপ্রধান মোঃআফসার,যুবপ্রধান২ মোঃমাসুদ রানা,আবু নাসের,লিংকন নাথ,মোজাম্মেল সহ উপজেলার সকল রেডক্রিসেন্ট কর্মি।