নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে কোরোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষকে জেলা প্রশাসনের পক্ষ হতে দিন-রাত বিভিন্ন এলাকা ও বাসা বাড়ি গিয়ে সাহায্য সহোযোগীতা করে যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।
তারই ধারাবাহিতায় মঙ্গলবার রাত ৮ টারদিকে এ মহামারিতে নিজের নিরাপত্তার চিন্তা না করে অসহায় কর্মহীন মানুষদের কথা ভেবে রাতের অন্ধকারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া প্রাইমারী স্কুলের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাহায্য তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।
সাহায্য প্রাপ্তিরা খুশি হয়ে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় নারী উদ্যোক্তা নাজনীন ফাতেমা জিনিয়া সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।-কপোত নবী।