মোঃ রেজাউল হক কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ৪৯তম মহান বিজয় দিবস পালিত যথাযথ মর্যাদার সাথে পুষ্পস্তবক অর্পণ,ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ,রাজারহাট প্রসক্লাব, বিএনপি, জাসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্কাউটস্, দুর্নীতি প্রতিরোধ কমিটি, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার জনাবা নুরে তাসনিম, অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যাদু, ও অন্যন্য অতিথিবৃন্দ।
