মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধিঃঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকের হাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক মুক্ত সমাজ গরি খেলাধুলা বেশি বেশি করি, এই স্লোগানকে সামনে রেখে মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী স্মতির সরণে ফুডবল টুনামেন্ট শনিবার ১২ ডিসেম্বর ২০২০ইং রাত ৮ টায় ফাইনাল নাইট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জননেতা, জনাব মোঃ জাহিদ ইকবাল সোওরাদ্দী বাপ্পী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, রাজারহাট। সভাপতি, জনাব মোঃ জহুরুল ইসলাম তালুকদার (ময়নাল) সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,উমর মজিদ ইউনিয়ন শাখা। আয়োজনেঃ খালেক ইসলাম, খোকন ইসলাম জুনিয়র এবং ফেরদৌস সরকার ও আরো অনেকেই । উপস্থাপনায়, মোঃ আশরাফুল আলম, ফরকেরহাট উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন, আলহাজ্ব আব্দুস সালাম চাষী, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখা, অধ্যক, আবুল কালাম আজাদ, সাংগাঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখা, মোঃ আশিকুর রহমান সাবু, ভাইস চেয়ারম্যান উপজেলা শাখা, জনাবা, ইয়াসমিন বেগম, উপজেলা পরিষদ রাজারহাট, শ্রী অজয় কুমার সরকার, সভাপতি আওয়ামী যুবলীগ চাকিরপাশা ইউনিয়ন শাখা, প্রমূখ। উদ্বোধনী ম্যাচে কুড়িগ্রাম বন্দু মহল, বনাম বন্দু ক্রয়া সংগ কাশেম বাজার। একাদশ অংশগ্রহণ করেন।
