মোঃ রেজাউল হক কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের নাজিমখান হাইস্কুল এবং কলেজের শহিদ মিনারে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে পুষ্পস্তবক অর্পণ,ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সকাল আটায়, মহান বিজয় দিবস উপলক্ষে নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আকবর আলী সরকার ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শামচ্ছুজ্জোহা মিল্টনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নাজিমখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ আনিসুর রহমান, নাজিম খান ইউনিয়ন যুবলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক বিপ্লব ও ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ রাহেনুল ইসলাম আকুল, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগসহ ইউনিয়নের নেতা কর্মীগণ। রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এরপর বীর শহীদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
