কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাটে,করোনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম ঘোষণা করেছে, বাংলাদেশ ভুমি হীন আন্দোলন জেলা শাখার আহ্বায়কের উদ্দ্যোগে জননেত্রী শেখ হাসিনারর হুকুম অনুযায়ী করোনা ভাইরাসের প্রেক্ষাপটে উপজেলার সদর ইউনিয়নের তালতলা গ্রামের আজ নিজ উদ্যেগে সারাদিন ব্যাপি নিজ এলাকায়, অলি,গলি,রাস্তায় বিলিছিন পাইডার দিয়ে স্পেরে করা হয়েছে। উক্ত কাজ চলমান থাকিবে যত দিন করোনা ভাইরাস থাকবে। ততদিন পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গ্রামের সকলকে করোনা পরিস্হিতি মোকাবিলায় সাথে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলাদেশ ভুমি হীন জেলা শাখার আহ্বায়ক এস কে মিন্টু রায়।
করোনায় সচেতন থাকতে মাইকিং,মাক্স বিতরণ, সামাজিক দুরত্ব বজায় রাখতে করোনায় করনীয় শীর্ষক লিফলেট বিতরণ ও পরিস্কার -পরিচন্নতার উপড় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনের সকল সদস্য সেচ্ছাসেবীরা।
তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা হতে উপজেলার সদর ইউনিয়নের তালতলা গ্রামের
নোংরা আবর্জনা পরিস্কার কার্যক্রমে অংশ নেন সংগঠনের সদস্যরা।
এসময় তারা বলেন, করোনা মোকাবিলায়
স্বেচ্ছাসেবক সংগঠন ক্লাবের সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে মিন্টু ভাইয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। করোনা পরিস্হিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তার নেতৃত্বে কাজ করে যাব। তারা আরও বলেল,যে কোন পরিস্হিতিতে দেশের কোন জায়গার সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি।
প্রচারনায়ঃ
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক – এস কে মিন্টু চন্দ্র রায়।