কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাটে দুই ভুয়া ডিবি পরিচয়ের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ডাংরা বাজারের ওষুধ ও বিকাশ এজেন্টে ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম এর ভাতিজা ফিরোজ কে রাত ৯:০০ টার সময় তিন লাখ টাকা ছিনতাই করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে থানা নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পথে বাছড়া বাজারে ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছেন।
আটককৃত ডিবি পুলিশ হলেন রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের, বালাকান্দি গ্রামের মোঃ রাজ্জাক মিয়ার ছেলে রিপন মিয়া (৩২)কে আজ রাত ০৯:৩০ মিনিটে বাছড়া বাজার থেকে আটক করে রাজারহাট থানার পুলিশের হাতে সোপর্দ করেছেন বাজার কমিটি এবং এলাকাবাসী।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান রবিবার রাত ৮:৩০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ডিবি পুলিশ কে আটক করা হয়েছে।