মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়, অভিযান চালিয়ে, সুখদেব এলাকায় ২ টি মেশিন ও প্রায় ৩০০ ফিট পাইপ জব্দ করে ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সকাল ১০ টার দিকে অভিযান চালিয়া চাকিরপশা পাঠক এলাকায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিনিয়তই চলে বিভিন্ন প্রকার অবৈধ ও ভেজাল বিরোধী অভিযান।
তারই অংশ হিসেবে আজ রবিবার সকাল ১০ ঘটিকার দিকে রাজারহাট উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চাকিরপশার পাঠক এলাকায় ২ টি ড্রেজার মেশিন ও প্রায় ২০০ ফিট পাইপ এবং সুখদেব এলাকায় ২ টি মেশিন ও প্রায় ৩০০ ফিট পাইপ জব্দ করে ভেঙে এবং পুড়িয়ে ফেলা হয়। এ সময় ড্রেজার মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।অভিযানটি পরিচালনা করেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আকলিমা বেগম। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ড্রেজার মালিক জানায়, আমরা দিশেহারা, কী করব জানি না। রাজারহাটে বালু সংকটের কারণে অসংখ্য রাস্তার কাজ স্থগিত রয়েছে তাই আমরা এর একটি স্থায়ী সমাধান চাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, উন্নয়ন কাজের বাজেটে বালুর জন্য আলাদা বরাদ্দ থাকে, সে বরাদ্দ দিয়েই বৈধ বালু মহাল থেকে বালু সংগ্রহ করে উন্নয়ন কাজ চালাতে হবে। রাজারহাটে যেহেতু সরকার ঘোষিত বালু মহাল নেই, তাই এখান থেকে কোন বালু উত্তোলনের আইনগত সুযোগ নেই।
তাই উপজেলার প্রশাসকের নির্দেশে পরিচালনা করে, ২ টি মেশিন সহ প্রায় ৫০০ ফিট পাইপ জব্দ করে, ভেঙে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।