নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস মোড় পাঠান পাড়া নিবাসী, তৎকালীন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. মাহফুজুর রহমান বেঞ্জু ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
মরহুমের ভাগিনা চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার মোহাম্মদ পুরের মনসুরাবাদে মেয়ের বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মরহুম মাহফুজুর রহমান ১৯৮২ সালে ছাত্রলীগের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি শুরু করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় খালঘাট কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে এবং খালঘাট গোরস্থানে দাফন করা হবে। -কপোত নবী।