Breaking News
Home / অন্যান্য / কোভিড-১৯ / যশোরে ১১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত

যশোরে ১১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে সোমবার ৯৪টি নমুনা পরীক্ষার করে, ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে, এ ফলাফল প্রকাশ করা হয়। যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ,প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, সোমবার ১২তম দিনে চার জেলার ৯৪জনের নমুনা পরীক্ষা করে, ১৯ জন কোভিড-১৯ করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।তার মধ্যে, যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টি, ঝিনাইদহে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭টি, চুয়াডাঙ্গার ১৩টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে মাগুরার ১টি নমুনা পরীক্ষা করে, তার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে।
SK Computer, Godagari, Rajshahi. 01721031894

About জনতার কথা ডেস্ক

Check Also

সুপ্রভাত উওরবঙ্গের বিশেষ প্রতিনিধি পাভেলের ভাগনী নুসরাতের জন্মদিন সুপ্রভাতের ব্যুরো প্রধান আরিফ  শুভেচ্ছা জানালেন

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সুপ্রভাত উওরবঙ্গের বিশেষ প্রতিনিধি,মহানগর ২৪.কমের বিশেষ প্রতিনিধি,সংবাদ ২৪ ঘন্টার প্রধান প্রতিবেদক, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *