যশোর প্রতিনিধি: যশোরে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরিফ উদ্দিন মুন্না ওরফে মনি বাবু (৩৯)। তিনি যশোর গরীবশাহ মাজার এলাকার বাসিন্দা মাওলানা আব্দুর রাজ্জাক চিশতির ছেলে। বৃহস্পতিবার লাশের ময়না তদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।নিহতের স্ত্রী হিরা খাতুন,তারা সপরিবারে শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। নিহতের স্ত্রী হিরা খাতুন পুলিশকে জানান, ২১ এপ্রিল মঙ্গলবার রাতে মনিবাবু মদ্যপান করে। বুধবার সকালে তার বমি হয়। তার অবস্থার অবনতি হলে, বুধবার রাত ১১টায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার ভোর ৪টায়, কর্তব্যরত ইন্টার্ণি চিকিৎসক আজিজুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।

যশোরে অতিরিক্ত মদ্যপানে যুবকের মিত্যু
হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে শরিফ উদ্দিন মারা গেছেন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমত্যু মামলা হয়েছে।