বাগেরহাট প্রতিনিধি:বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মোংলার দুই শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ।
সকাল ১১ টার সময় বাসস্ট্যান্ড সংলগ্ন কোস্টগার্ড বাহিনী আবাসিক এলাকা চত্বরে অসহায় দরিদ্র পরিবারগুলোক খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল উন্নত মানের চাল ৫ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, সাবান ২ টি।
কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শুরু থেকেই কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা দিয়ে আসছে কোস্টগার্ড। প্রায় প্রতিদিনই আমাদের কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত সুন্দরবন ও এর পার্শবর্তী এলাকায় নিয়মিতভাবে অসহায় দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
এবিষয়ে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহমুদ সাব্বির আরো বলেন, আমরা ধাপে ধাপে সুন্দরবন অঞ্চলের কয়েক হাজার নিম্মবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে সচেতন করে যাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে চলা এবং সরকারের নির্দেশনা মেনে চলতে স্থানীয় জনসাধারনকে অনুরোধ জানানো হচ্ছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এসময় কোস্টগার্ড বাহিনীর পদস্থ কর্মকর্তা, নাবিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।