বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গৃহবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতারণ কর হয়েছে। বুধবার দুপুর ১২ টায় মিঠাখালী ইউনিয়ন পরিষদে নৌবাহিনীর উপস্থিতে ৭ম দফায় ২ হাজর পরাবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, এ সময় তিনি বলেন, জনগন দের সরকারের পাশাপাশি আমরা নিজেরাও সেবা দিয়ে যাচ্ছি এই মহামারি দূর্যোগে। অনেকেই চক্ষুলজ্জজায় খাদ্যের কথা বলতে পারেন না সে ক্ষেত্রে আমি বলছি আপনারা গোপনে আমার সাথে যোগাযোগ করবেন। সরকারের অনেক খাবার আছে আপনাদের হতাশ হবার কোন কারণ নেই। আপনাদের একটা কথাই বলতে চাই ওতি প্রয়োজন ছাড়া কোউ বাইরে ঘোরাঘুরি করবেন’না। তিনি অরো বলেন প্রয়োজনে পরিবারকে সময় দিন, পরিবারের খুটিনাটি কাজ করুন তবুও ঘরের বাইরে যাবেন না।
আপনারা জানেন বর্তমান (কোভিট-১৯) করোনা ভাইরাস বিশ্ব স্থাস্থ্য সংস্থা ভাইরাস কে মহামারি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর আগে থেকে কঠর অবস্থানে যাওয়ার কারণে ভাইরাস থেকে বাংলাদেশে আক্রমণের সংখ্যা অন্য রাস্ট্রের তুলনায় অনেক টাই কম। আপনারার জানেন
বাংলাদেশ সরকারসহ খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক এবং উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর দিক নির্দেশনা মেতাবেক আমরা তৃনমূল পর্যায়
প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন খেটেখাওয়া মানুষের পাশে থেকে তাদের সেবা দিয়ে যাচ্ছি।
এ সময় অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা ট্যাগ অফিসার সবুজ বৈরাগী, ইউপি সদস্য মোঃ আরিফ ফকির, মোঃ আজমাল শেখ, সজল মন্ডল সহ ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকতার।