Breaking News
Home / উপজেলার খবর / মহাদেবপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মহাদেবপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মো মাহবুবু-উল আলম, মহাদেবপুর  প্রতিনিধি: -নওগাঁর মহাদেবপুরে ‘মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়’ এর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শিবপুর (বুড়াশিবতলায়) নিজস্ব জমিতে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর করেন নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, আওয়ামীলীগ নেতা অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফয়েজ উদ্দীন। শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম বলেন, বিদ্যালয়টি পার্ব্বতীপুর সমাজকল্যাণ সংস্থা কর্তৃক প্রতিষ্ঠার পর ২০১৩ সালের ১৮ জুলাই থেকে বরেন্দ্র অফিস মোড়ে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টির নিজস্ব ২৫ শতক জমিতে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম শুরু হলো। তিনি আরো বলেন, বর্তমানে বিদ্যালয়ে ২০৪ জন অটিষ্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছে। এছাড়াও ১৭জন শিক্ষক, তারমধ্যে ৪জন বি.এসএড প্রশিক্ষণপ্রাপ্ত, ৮জন কর্মচারী ও ৩জন ভ্যান চালকসহ ২৮জন কর্মরত রয়েছেন।

SK Computer, Godagari, Rajshahi. 01721031894

About জনতার কথা ডেস্ক

Check Also

ফুলবাড়ীতে অর্থের অভাবে বৃদ্ধার লাশ নিলো না পরিরার, দাফন করলো ছাত্রলীগ

মোঃআরিফুল ইসলাম,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হওয়া এক বৃদ্ধার লাশ পরিবার নিতে অস্বীকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *