Breaking News
Home / উপজেলার খবর / বাঞ্ছারামপুরে কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নিজস্ব অর্থায়নে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বাঞ্ছারামপুরে কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নিজস্ব অর্থায়নে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মো. আবু রায়হান চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত মানবিক সহায়তায় উপহার হিসেবে অসহায় ও কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৮ মে বেলা ১১টায় উপজেলার উজানচর ইউনিয়নে করোনাভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ১ হাজার পরিবারকে রমজান উপলক্ষে উপহার হিসেবে কৃষকদলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নিজস্ব অর্থায়নে সেহেরী ও ইফতার সামগ্রী উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ উপহার সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। পুরো পৃথিবীটাই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। অদৃশ্য এই ভাইরাসের ছোবলে জনজীবন আজ বিপর্যস্ত। দেশের এই দূর্যোগময় মুহুর্তে অতীতের মতো আবারও মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারাদেশেই বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের মহামারিতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এবং সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন দুঃসময় চলছে। এই দুঃসময়ে মানুষ ও মানবতার পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। দেশের যে কোন দূর্যোগ ও দুঃসময়ে অতীতে যেমন বাঞ্ছারামপুরবাসীর পাশে দাঁড়িয়েছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। বাঞ্ছারামপুরের সর্বস্তরের সকল মানুষই আমার আপনজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব। মানুষই মানুষের পাশে দাঁড়াবে, বিপদে আপদে এগিয়ে আসবে। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঞ্ছারামপুর উপজেলার স্বচ্ছল ব্যক্তিদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি ভিপি দেওয়ান নাজমুল হুদা, পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান জালু, উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সালে মুসা, জেলা যুবদলের নেতা আবু হানিফ, যুবনেতা রফিকুল ইসলাম রফিক, সেন্টু, উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিন সরকার রাজিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাহের হোসেন, ছাত্রদলের সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি আবু কালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা মজিবর রহমান, মাহবুব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

SK Computer, Godagari, Rajshahi. 01721031894

About জনতার কথা ডেস্ক

Check Also

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কে শুভেচ্ছা জানালেন এ কে এম ফয়সাল সরকার

মো.পাভেল ইসলাম নিজস্ব প্রতিবেদক:   রাজশাহী চারঘাট বাঘা (৬) আসনের মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *