Related Articles
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. মিজানুর রহমান যোগদানের ৯ মাসের মাথায় বদলি হলেন।
গত ১৫ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের কাযার্লয় থেকে আসা এক বদলি আদেশে তাকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।
একই আদেশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কর্মরত উপজেলা নিবার্হী আফিসার শামীমুর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মিজানুর রহমান গত বছরের ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোমস্তাপুরে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার নিস্ক্রিয়তা এলাকায় ক্ষোভের সৃষ্টি করে।
বিশেষ করে করোনা কালীন সময়ে তার কর্মকান্ড নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার বদলির আদেশে এলাকায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।-কপোত নবী।
Post Views:
127