কুড়িগ্রাম প্রতিনিধি: করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে।কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।দরিদ্র অসহায়দের অনেকেই পড়েছেন খাদ্য সংকটে। তাদের সংকট লাঘবে জি আর প্রকল্পের আওতায় দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।
আজ ৭ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩’শ পরিবারের মাঝে জি আর প্রকল্পের চাল,ডাল,সবজি ও লবণ বিতরণ করা হয়েছে।
খাদ্য সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছে হোটেল শ্রমিক ১৬৬ জন,ইমারত শ্রমিক ২৫ জন,প্রতিবন্ধী ৩৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ৭৩ জনসহ মোট ৩’শ জন।
খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী প্রোগ্রামার মোঃ আজমল হোসেন ও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবুল কাশেম।