আশফাক সুমন: ঢাকা শহরের অলি-গলি,আনাচে-কানাচে যেখান থেকেই খোঁজ আসে সেখানেই রাতের অন্ধকারে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছে জহীর এবং সাখাওয়াত নামের দুই যুবক।
করোনা মহামারি মোকাবেলায় প্রথম থেকেই নিজেদের সর্বোচ্চ শ্রমটুকু দিয়ে কাজ করে যাচ্ছে এই দুই যুবক। লজ্জায় লাইনে দাঁড়াতে না পারা মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে তারা।
সোস্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মোবাইল নাম্বার ছড়িয়ে দিয়েছে ঢাকা সিটির উত্তর থেকে দক্ষিণে। ফোন এলেই অসহায় ও মধ্যবিত্ত পরিবারগুলোকে খাবার পৌছে দিচ্ছে রাতের আঁধারে।
এই দুজনের উল্লেখযোগ্য আরো কিছু কাজ হচ্ছে, মানুষকে সচেতন করা,পুরো বাংলাদেশে কার কোথায় রক্ত লাগবে সেটা ম্যানেজ করা,কে কোথায় অর্থাভাবে চিকিৎসা করতে পারেনা তাদের চিকিৎসা করা,সামাজিক দূরত্ব বজায় রাখায় মানুষকে উদ্বুদ্ধ করা,বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ইত্যাদি।
তাদের কাছে তাদের কাজের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন,লোক দেখানো নয়,নিজেদের আত্মতৃপ্তি এবং মহান আল্লাহর কাছে ভালো কিছু প্রতিদান লাভের আশায় তারা এ কাজগুলো করেন।
দেশের ক্রান্তিকালীন যেকোনো বিপর্যয়ে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে তারা বদ্ধপরিকর।