খাড়াছড়ি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের তহবিল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্থবায়নে পাহাড়ি-বাঙ্গালী ১২৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১৬ মে’ শনিবার বিকাল ৪ ঘটিকায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থেকে গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সকলকে সারিবদ্ধ ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে এই সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, তেল ও লবণ । এসময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলার নির্বাহী অফিসার তুষার আহম্মেদ, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবলু হোসেন, ইউপি সদস্য জনার্ধন সেন, নুরুল ইসলাম, যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।