নওগাঁ প্রতিনিধি : নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানার ব্যক্তিগত উদ্যোগে ২ মাসব্যপী ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের ২৫তম দিন বৃহষ্পতিবার করোনা ভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ এবং অসহায় প্রায় সাড়ে ৭ হাজার পরিবোরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদের মধ্যে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রমের বর্ষাইল ইউনিয়নের ১৭৫জন সেচ্ছাসেবক, নওগাঁ জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন তাজের মোড়, নওগাঁ’র ১শ পরিবার, চকরামপুর গ্রামের ২২৩ পরিবার, সাহাপুর গ্রামের ২০৪ পরিবার বিচ্ছিন্ন আরও কয়েকটি পরবিারসহ সর্বমোট ৭০৫ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যথারীতি পরিবার প্রতি ৫ কেজি করে চাল এবং ১ কেজি করে আলু, ১ কেজি ছোলা এবং আধা কেজি করে ডাল বিতরণ করা হয়েছে।
অপরদিকে তালিকার বাইরে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি প্রধান দপ্তরের সামনে প্রতিদিন শত শত মানুষ জড়ো হচ্ছে। এমন জড়ো হওয়া প্রায় ২১০ জন মানুষদের মধ্যে জনপ্রতি ২শ টাকা করে ৪২ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে।
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় সোসাইটি’র ডিজিএম মুকুল হোসেন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার খালেদ মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।